ডেঙ্গু আক্রান্ত হওয়ায় বিশ্বকাপের শুরুর দিকে খেলতে পারেননি শুবমান গিল। আজ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘরের মাঠের এই আসর শুরু করেছেন তিনি। তরুণ এই ওপেনার ফেরার ম্যাচে সুবিধা করতে পারলেন না।
পাকিস্তানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আক্রমণাত্মক শুরু করেন দুই ওপেনার গিল-রোহিত শর্মা। নিজের খেলা প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুলেছিলেন গিল। ভালো শুরুর আভাস দিলেও বেশিক্ষণ টিকতে পারেননি।
ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে ফুল লেংথে করেছিলেন শাহিন আফ্রিদি। সেখানে বৃত্তের ওপর দিয়ে তুলে মারার চেষ্টা করেছিলেন গিল। তবে পারেননি। ব্যাকওয়াড পয়েন্টে শাদাব খানের হাতে ধরা পড়েন এই ওপেনার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১১ বলে ১৬ রান।
তিনে নেমে সুবিধা করতে পারেননি বিরাট কোহলিও। এই অভিজ্ঞ ব্যাটারও থেমেছেন ১৬ রানে। হাসান আলিকে মিড অফের উপর দিয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দিয়েছেন মোহাম্মদ নাওয়াজের হাতে।
গিল-কোহলি রান না পেলেও দলকে তা টের পেতে দেননি রোহিত শর্মা। এই অভিজ্ঞ ওপেনার এক প্রান্তে রীতিমতো ঝড় তুলেছেন। হাফ সেঞ্চুরিতে পৌঁছেছেন মাত্র ৩৬ বলে। আর ভারত শতরান ছুঁয়েছে ১৪তম ওভারেই। এই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের পথেই এগোচ্ছে ভারত।