রোববার থেকে টিসিবির অক্টোবর মাসের পণ্য বিক্রি শুরু

প্রতি মাসের বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অক্টোবর মাসের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে।

রোববার (১৫ অক্টোবর) থেকে সারা দেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে পণ্য বিক্রি করবে টিসিবি।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি দক্ষিণ সিটি কর্পোরেশনের ধানমন্ডিতে ১৫ নম্বর কাউন্সিলর কার্যালয়ের সামনে এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন।

শনিবার (১৪ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ দফায় কার্ডধারীরা সর্বোচ্চ ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ২ কেজি করে পেঁয়াজ ও মসুর ডাল এবং ২ লিটার ভোজ্যতেল কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কার্ডধারীরা নিজ নিজ এলাকার পরিবেশকদের দোকান বা নির্ধারিত জায়গা থেকে পণ্য নিতে পারবেন।