র‍্যাব মহাপরিচালকের সহধর্মিণীর মৃত্যু

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক এম খুরশিদ হোসেনের স্ত্রী দিলরুবা খুরশীদ বেবী মারা গেছেন। সোমবার বিকাল ৪টার দিকে গুলশানের নিজ বাসভবনে তিনি মারা যান।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন খবরটি নিশ্চিত করেন।

তিনি বলেন, র‌্যাব মহাপরিচালকের স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কিছুদিন আগে বিদেশে চিকিৎসা করানো হয় উনার। সোমবার বিকাল ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

সরকারি চাকরির মেয়াদ শেষে দেড় বছর চাকরির মেয়াদ বাড়ানো হয় খুরশিদ হোসেনের। ২০২৪ সালের ৪ জুন পর্যন্ত দায়িত্বে থাকবেন এম খুরশিদ হোসেন। তিনি ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর র‌্যাব ডিজির দায়িত্ব পান।