মোঃ আবুল হাসান
ঠাকুরগাঁও প্রতিনিধি: পুলিশের অভিযানে ৫০ বোতল ফেনসিডিলসহ মজিবুর রহমান ওরফে (মজি) কে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।
বুধবার (৫ অক্টোবর) রাতে পৌর শহরের নাবিল কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের নাবিল কাউন্টার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সদর থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অবস্থান করছিল। এ অবস্থায় সন্দেহভাজন মজিবুর রহমান ওরফে মজি সেখানে পৌছালে তাকে আটক করে তার দেহ তল্লাসী করাকালে তার কাছে থাকা নীল রংয়ের একটি স্কুল ব্যাগের ভেতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মজিবুর রহমান মজি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পশ্চিম কাশিবাড়ি গ্রামের মো: রইজ উদ্দিনের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ কবির বলেন, গত রাতে তাকে উল্লেখিত মাদকদ্যব্য সহ গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।