সেনবাগ জয়নগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সংগৃহীত ছবি

নোমান খসরু
নোয়াখালী প্রতিনিধিঃ সেনবাগ জয়নগর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর আয়োজনে শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ উদ্দিন মাহমুদ এম.এ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন, স্কুলের দাতা সদস্য হাসিব উদ্দিন মাহমুদ বাবু, স্কুলের প্রধান শিক্ষক হেদায়েত উল্যা আনোয়ার, সহকারী প্রধান শিক্ষক জাফর আহম্মদ, বিজয়বাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব মামুন, স্কুলের বিদুৎসাহী সদস্য আবু ইউছুফ মাসুদ সহ অত্র স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র ছাত্রীবৃন্দ।