আবারও পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পেলেন ইনজামাম

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ ইনজামাম-উল-হক পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার। আগেও তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন।

পিসিবির নতুন চেয়ারম্যান জাকা আশরাফের নেতৃত্বাধীন বোর্ড গত ৭ আগস্ট ইনজামাম-উল-হককে দ্বিতীয়বারের মতো প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দিয়েছে।

তার চুক্তির মেয়াদ নিয়ে আলোচনা এখনো চলছে। রোববার (২৭ আগস্ট) করাচিতে অনুষ্ঠিত পিসিবি ব্যবস্থাপনা কমিটির অনলাইন সভায় অংশ নেন ইনজামাম।

সেই বৈঠকে পিসিবি ক্রিকেটে তার অবদানের প্রশংসা করেছে এবং একটি কাঠামোগত তিন বছরের চুক্তির প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। সূত্রমতে, ইনজামাম মাসিক ২০ লাখ টাকা বেতন পেতে পারেন।