টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় মহিলা লীগের শ্রদ্ধা

ছবি সংগৃহীত

 

গোপালগঞ্জ প্রতিনিধিঃ  শোকাবহ আগষ্টের ৭ম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে  কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ‌।

সোমবার (৭আগস্ট) দুপুরে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের  সভাপতি মেহের আফরোজ চুমকী এমপি  ও সাধারন সম্পাদক শবনম জাহান শিলার নেতৃত্বে  কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে নেতৃবৃন্দ বেদীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধু স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠের মাধ্যমে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের কালরাতে শাহাদাত বরণকারী জাতির পিতার পরিবারের সদস্য ও অন্যান্য শহীদের  আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সমৃদ্ধি, অগ্রগতি কামনায়ও প্রার্থনা করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শিরীন নাঈম পুনম, নাসিমা ফেরদৌস,ইয়াসমিন হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক ও সংসদ সদস্য নারগিস রহমান,শিরীন রোকসানা,মিনা মালেক,সুলতানা রাজিয়া পান্না, প্রচার সম্পাদক মেহের নিগার তন্ময় সহ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক সমাধিসৌধ কমপ্লেক্সের বেশ কয়েকটি ভবন ঘুরে দেখেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে  বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে  মিলাদ মাহফিলের আয়োজন করে মহিলা আওয়ামী লীগ।

এরপর নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্প স্তবক অর্পণ, ফাতেহা পাঠ  ও দোয়া মোনাজাত করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন  নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান চৌধুরী, মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে সাজ্জাদুল হাসান এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্সের এডমিন ভবনে রক্ষিত পরিদর্শক বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।