দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ  ডিজিটাল বাংলাদেশ এখন একটি বাস্তবে রুপ নিয়েছে। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট জাতি গঠনই এখন পরবর্তী লক্ষ্য। স্মার্ট বাংলাদেশ গঠনে প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ডিজিটাল বাংলাদেশ মেলা-২০২৩ এর উদ্বোধন উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার মূল চাবিকাঠি হবে ডিজিটাল সংযোগ। স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার এবং স্মার্ট সমাজের জন্য ডিজিটাল সংযোগ মূল ভিত্তি হিসেবে কাজ করবে।

ডিজিটাল পণ্য বিনিয়োগ ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এমনকি শিল্পাঞ্চলে ফাইভ-জি সেবা নিশ্চিত করা হবে বলে জানান তিনি ।