বাসচাপায় নাদিয়ার মৃত্যুতে  আবারও সড়কে শিক্ষার্থীরা

বাসচাপায় নাদিয়া নিহতের ঘটনার  বিচারের দাবিতে সড়কে নেমেছে শিক্ষার্থীরা। সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কের কাওলা ব্রিজের নিচে তারা অবস্থান নেন। অবরোধের কারণে খিলক্ষেত থেকে বিমানবন্দর ও উত্তরাগামী সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে । এমনকি  মহাখালী, বাড্ডা ও গুলশান এলাকায় সৃষ্টি হয়েছে যানজটের। নর্দান ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তারা নাদিয়ার মৃত্যুতে ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছেন তারা।

এর আগে, রবিবার (২২ জানুয়ারি) দুপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হন নাদিয়া। তারা রাজধানীর প্রগতি সরণীতে আসলে ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে নাদিয়া রাস্তায় পড়ে ওই বাসের সামনের চাকায় পিষ্ট হন। তবে, মোটরসাইকেল চালক বন্ধু অক্ষত ছিলেন।