ইব্রাহীম ইশান, নিজস্ব প্রতিবেদকঃ হারিয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন এক তরুণকে উদ্ধার করে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে এসোসিয়েশন অফ এক্স ক্যাডেট অফ শাহিন কুর্মিটোলা এর সদস্যরা। জানা যায়, রাজধানীর মানিকদী এলাকার এ তরুণ পনেরো দিন আগে হারিয়ে যায়। প্রতিদিন ফজরের নামাজের আগে বাসা থেকে বের হয়ে হন্যে হয়ে হারিয়ে যাওয়া সন্তানের খোঁজ করেন তার পিতা, কিন্তু কোনভাবেই খুঁজে পাননি।
বুধবার (১৮ জানুয়ারি) এসোসিয়েশন অফ এক্স ক্যাডেট অফ শাহিন কুর্মিটোলা (AECSK) এর বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসুচী পালন করা হয়। এসময় তারা রাজধানীর কালশীর একটি এতিমখানাতে ১২৫ জন এতিম ছাত্রদের এর মাঝে কম্বল বিতরণ করে এবং মহাখালী, শাহাবাগ, টিএসসি, গুলিস্তান , কমলাপুর রেইলওয়ে স্টেশন সহ রাজধানীর বিভিন্ন জায়গায় কম্বল বিতরন করেন । কম্বল বিতরন করতে গিয়ে ঢাকেশ্বরী মন্দিরের পাশ থেকে মানসিক ভারসাম্যহীন সেই তরুন কে উদ্ধার করে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
AECSK এর সভাপতি রেজাউল হক হিরু বলেন, ‘আমরা যখন কম্বল বিতরণ করতে করতে ঢাকেশ্বরী মন্দিরের পাশে পৌঁছাই, তখন হঠাৎ আমার ছেলে লক্ষ্য করে যে ঘোড়ার গাড়ির সাথে লাগোয়া এক বৈদ্যুতিক খুঁটির সামনে আকাশের দিকে তাকিয়ে অসহায় দাঁড়িয়ে আছে এক তরুণ, তখন রাত পৌনে দুইটা। দেখেই সে চিনে ফেলে এইতো সেই হারানো তরুণটা। নিকটেই দাঁড়িয়ে ছিলো এলাকার বেশ কয়েকজন যুবক। তাদের ভাষ্যমতে একই জায়গায় সে দাঁড়িয়ে ছিলো ঘণ্টার পর ঘন্টা। আমাদের দুই গাড়ির সবাইকে ইউনিফর্ম পরিহিত দেখে ওরা কি ভেবেছিলো জানিনা, হয়তো ইউনিফর্মের কারণেই হারিয়ে যাওয়া তরুণকে উদ্ধার করে বিনা বাক্যব্যয়ে উদ্ধার করে নিয়ে আসতে পেরেছি আমরা।“
তিনি আরও বলেন,’ রাত আড়াইটায় যখন তার বাবার হাতে তুলে দেই, সেই দৃশ্যটা ভোলার নয়। হারানো সন্তানকে ফিরে পেয়ে তার যে আনন্দাশ্রু দেখেছে, যে কৃতজ্ঞতাবোধ তিনি দেখিয়েছেন, তা ভুলে যাবার নয়!’