এম ইদ্রিস ইমন,মোংলা, (বাগেরহাট): ‘মুজিববর্ষে পুলিশ নীতি জনসেবা আর সম্প্রীতি’ ম্লোগানকে সামনে রেখে মোংলা থানা পুলিশের কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জানুয়ারী) সকাল ১০ টায় মোংলা থানা চত্বরে মোংলা থানার অফিসার ইনসার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম’র সভাপতিত্বে সভায় বক্তৃতা রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার সুপার আসিব ইকবাল, মোংলা পোর্ট পৌরসভার মেয়র শেখ আব্দুর রহমান, সাবেক মেয়র শেখ আঃ সালাম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তরিকুল ইসলাম, প্রমূখ। বক্তার বলেন, আঠারো শতকে ইংল্যান্ডে কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু হয়েছিল। পরবর্তিকালে বিভিন্ন দেশ এই ধারনাটি গ্রহন করে সুফল পায়। বাংলাদেশ ২০১৭ সাল থেকে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করে আসছে। মূলত দেশের আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্বে থাকেন তাদের সাথে সাধারন মানুষের মধ্যে মেলবন্ধন হিসাবে কাজ করে কমিউনিটি পুলিশ। কমিউনিটি পুলিশিং কার্যক্রম সফল হলে পুলিশের দায়িত্ব অনেক কমে যাবে এবং সমাজে শান্তি শৃংখলা অরো নিশ্চিত হবে বলেও জানান বক্তারা। মোংলা পোর্টপৌরসভার মেরয় তার বক্তৃতায় উদাহরণ দিয়ে তিনি বলেন, একটি ছেলেকে পুলিশ ধরে নিয়ে জেলে দিলো, এতে কিন্তু সমস্যার সমাধান হলো না। কারণ এক সময় তার মধ্যে আর জেলের ভয় থাকে না, বরং তার সঙ্গে আলোচনার মাধ্যমে আরও সুন্দরভাবে তাকে অপরাধ মনোবৃত্তি থেকে ফেরানো যায়। ঠিক এই জায়গাতে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকা বেশি। সভায় পুলিশের কাজে সহযোগিতা, বাল্যবিয়ে রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ-সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী-শিশু নির্যাতন, যৌতুক, মোবাইলের অপব্যবহার ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি সংক্রান্তে আলোচনা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, পৌর কাউন্সিলর বৃন্দ, সকল ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, গণমাধ্যম ব্যাক্তি ও সুশীল সমাজের লোকজন এবং গ্রাম পুলিশরর সদস্যরা উপস্থিত ছিলেন।