গাইবান্ধায় চারদিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু

জেলা প্রতিনিধি, গাইবান্ধা: ‘অশুভ বিনাশী লড়াই ঐকতানে চলি সবাই’ এই শ্লোগানে গাইবান্ধা থিয়েটারের ৩৫ বছর পূর্তি উপলক্ষে চারদিনব্যাপী নাট্য ও সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় শহীদ মিনার চত্বরে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মন্ডলীর সদস্য আসাদুল্লাহ ফারাজী।

এরপর শহীদ মিনার চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদল, ৩৫ বছর উদযাপন পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম বাবু প্রমুখ।

দুপুর ১২টায় ইসলামিয়া হাইস্কুল মাঠে পাতাখেলা, বিকেল সাড়ে ৩ টায় কানন থিয়েটারের নাটক বউ এবং গাইবান্ধা থিয়েটার ও নন্দন থিয়েটারের নাটক গাঁও গ্যারামের কিচ্ছা, সন্ধ্যায় আলোচনা, কুড়িগ্রামের কৃপা সিন্ধু ও তার দলের কৃশান পালা- বনবাসে সীতা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে গাইবান্ধা থিয়েটারের সভাপতি আলমগীর কবির বাদলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র মো. মতলুবর রহমান, গণ উন্নয়ন কেন্দ্রের নির্বাহী প্রধান এম আবদুস সালাম, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, আরিফুল ইসলাম বাবু প্রমুখ।