প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ ‘ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজবাড়ী জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য সোনিয়া আক্তার স্মৃতিকে।
দণ্ডবিধি ১৮৬০ এর ২টি ধারায় মামলা ও গ্রেপ্তার করা হয়েছে এই নেতাকে।
গতকাল বুধবার ভোররাতে রাজবাড়ী সদরে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় সোনিয়া আক্তার স্মৃতিকে। স্মৃতি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবেরও প্রতিষ্ঠাতা।
গত ৩১ আগস্ট স্মৃতির ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে ৩ অক্টোবর রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দেন মো. সামসুল আরেফিন চৌধুরী।
সামসুল আরেফিন রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
সামসুল আরেফিনের এই লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে দণ্ডবিধি ১৮৬০ এর ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা হয়।