পেট্রোবাংলা ও Chevron Bangladesh-এর মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক ;

২ অক্টোবর, ২০২২খ্রি: তারিখ রবিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোঁনারগাও হোটেলে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা ও Chevron Bangladesh-এর মধ্যে “Supplemental Agreement to the Block 12 Production Sharing Contract (PSC) for Bibiyana Flank Area Extension” এবং পেট্রোবাংলা ও Chevron Bangladesh-এর মধ্যে “Amendment of Jalalabad Gas and Condensate Purchase & Sales Agreement & Amendment of Moulavibazar Condensate Purchase & Sales Agreement for Block 13 & 14” শীর্ষক চুক্তি স্বাক্ষরিত হয়।

উক্ত অনুষ্ঠানে পেট্রোবাংলা‘র চেয়ারম্যান জনাব নাজমুল আহসান প্রধান অতিথি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন) ড. মো: হেলাল উদ্দিন, এনডিসি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) প্রকৌ: মো: শাহীনুর ইসলাম, শেভরন বাংলাদেশ এর সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক এরিক এম ওয়াকার এবং কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মুহাম্মদ ইমরুল কবির সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব মোছাঃ মোর্শেদা ফেরদৌস, পেট্রোবাংলার পক্ষে পেট্রোবাংলার সচিব (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) রুচিরা ইসলাম এবং শেভরন এর পক্ষে শেভরন, বাংলাদেশ এর প্রেসিডেন্ট জনাব এরিক এম ওয়াকার চুক্তিতে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, শেভরনের Bibiyana Flank Area Extension এর মূল লক্ষ্য সেখানে নতুন কূপ খনন করা। বর্তমানে বিবিয়ানায় শেভরনের কূপ সংখ্যা ২৬। শেভরন Extended Area-তে ২০২৩ সালে BY-27 উন্নয়ন কূপ খনন শুরু করবে। পরবর্তীতে BY-28 ইনফিল্ড কূপ খননের পরিকল্পনাও রয়েছে শেভরনের। আশা করা যাচ্ছে এখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস পাওয়া যাবে।