নির্বাচন সামনে রেখে একটি চক্র হিন্দুদের ওপর হামলা চালিয়ে ভারতকে ভুল বার্তা দিতে চায় বলে জানিয়েছ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি এই বিষয়ে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।
রবিবার (২ অক্টোবর) রাজধানীর রামকৃষ্ণ মন্দিরে পূজামণ্ডব পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে কাদের বলেন, “ তাদের প্রতিরোধ করতে হবে, কঠিন শাস্তি দিতে হবে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।
তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে একটা অশুভ চক্র আছে যারা হিন্দুদের অতর্কিত হামলা চালিয়ে ভারত সরকারকে জানিয়ে দিতে চায় যে কাজটা আওয়ামী লীগ করেছে। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে।
এ সময় বিরোধী রাজনৈদিক দলের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শান্তিপূর্ণ নির্বাচন চান শান্তিপূর্ণভাবে ধর্মকর্ম করতে দিন। সংলাপ করছেন করুন, সেটা আপনাদের নিজেদের ব্যাপার, কিন্তু আমি বলবো দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে সরকারি দলের পাশাপাশি বিরোধীদলেরও ভূমিকা আছে। আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। দুর্বৃত্তরা কোনো রাজনৈতিক দলের নয়।’
অন্য যেকোনো সময়ে চেয়ে এবার সরকার বেশি সতর্ক রয়েছে জানিয়ে কাদের বলেন, ‘সারা বাংলায় আইনপ্রয়োকারী সংস্থা তারা প্রস্তুত আছে। তারা সতর্ক পাহারায় আছে। বিশৃঙ্খলা, সহিংসতার বিরুদ্ধে এবার অনেক বেশি শক্তিশালী অবস্থায় আছে। তাদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও আজকে সক্রিয় অবস্থানে রয়েছে।’
‘কোনো চিন্তা করবেন না। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। এই উৎসব সার্বজনীন।”
এ নিয়ে ‘পূজা কমিটি বলেছে, বিচার হয়নি। কেন বিচার হবে না? বাংলাদেশে কত অপরাধীদের বিচার করেছেন শেখ হাসিনা। এমনকি নিজের দলের লোকও জেলে। কাজেই যারা হিন্দুদের বাড়িঘর-মন্দিরে হামলা করেছে, সে যে পরিচয়ই হোক-এই দুর্বৃত্তদের ক্ষমা নেই। তাদের বিচারের সম্মুখীন করতেই হবে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে।’
পূজা কমিটির প্রশ্নের উত্তরে তিনি বলেন, অন্য যেকোনো সময়ে চেয়ে এবার সরকার বেশি সতর্ক রয়েছে জানিয়ে কাদের বলেন, ‘সারা বাংলায় আইনপ্রয়োকারী সংস্থা তারা প্রস্তুত আছে। তারা সতর্ক পাহারায় আছে। বিশৃঙ্খলা, সহিংসতার বিরুদ্ধে এবার অনেক বেশি শক্তিশালী অবস্থায় আছে। তাদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও আজকে সক্রিয় অবস্থানে রয়েছে।’