শাহরিয়ার শাকির, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে ভোক্তা অধিকারের অভিযানে পাঁচ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দোকানে ডিম ও ব্রয়লার মুরগীর মূল্য তালিকা না থাকা এবং দাম বেশি রাখায় এ জরিমানা করা হয়।
শনিবার (২০ আগস্ট) দুপুরে জেলা শহরের কয়েকটি ডিম ও ব্রয়লার মুরগীর দোকানে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মো: রুবেল আহম্মেদ।
জানা যায়, শেরপুরের পৌরসভার নয়ানী বাজার ও সদরের কুসুমহাটি বাজারে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় ও ক্রেতাদের থেকে সরকার নির্ধারিত দামের চেয়ে দাম বেশি রাখায় এ জরিমানা করা হয়। এ সময় তিন ডিম ব্যাবসায়ীকে ১৩ হাজার টাকা এবং দুই ব্রয়লার মুরগী ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারায় অনুযায়ী সালমান ট্রেডিং কে ৫ হাজার টাকা, নাদিয়া পোল্টি স্টোরকে ১ হাজার টাকা, মঞ্জু ডিমের আরতকে ৪ হাজার টাকা, হাসান স্টোরকে ৪ হাজার টাকা, শান্ত স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মো: রুবেল আহম্মেদ বলেন, ভোক্তা অধিকারের অভিযানে আজ ৫ ব্যবসায় প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা করেছি। আমরা ভোক্তাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর অভিযান পরিচালনা করলাম। কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান পণ্যের মুল্য তালিকা না রেখে বেশি লাভে ডিম ও মুরগির মাংস বিক্রি করছিলেন। এজন্য আমাদের আইন অনুযায়ী আজ তাদের জরিমানা করেছি। আর আমরা বাজার পর্যবেক্ষণ করে দেখছি ব্যবসায়ীরা মুল্য তালিকা প্রদর্শন ও ক্রয় ভাউচার সংরক্ষণ করছে কিনা। যদি এগুলো প্রদর্শন ও সংরক্ষণ না করা হয় তাহলে আমরা বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা ও জরিমানা করার ব্যবস্থা করবো।