বিশ্বে করোনা আক্রান্ত ৬০ কোটির কাছাকাছি

বিশ্বে করোনা আক্রান্ত ৬০ কোটির কাছাকাছি - ছবি : পার্সটুডে

বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ কোটির কাছাকাছি পৌঁছে গেছে। আর মৃতের সংখ্যা ৬৪ লাখ ৬৯ হাজার ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ (২০ আগস্ট) শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫৯ কোটি ৯৭ লাখ ৮২১ জন।

মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৪ লাখ ৬৯ হাজার ৪৬৪ জন। আর সুস্থ হয়েছেন ৫৭ কোটি ৩৭ লাখ ১০ হাজার ৫৩৭ জন।

বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। মৃত ও আক্রান্তে শীর্ষে আছে দেশটি। আক্রান্তের সংখ্যা নয় কোটি ৫৩ লাখ ২৪ হাজার ৮৩০ জন। মৃতের সংখ্যা ১০ লাখ ৬৫ হাজার ৫১৫ জন।

মৃত ও আক্রান্তে দ্বিতীয় স্থানে আছে প্রতিবেশী দেশ ভারত। আক্রান্ত হয়েছেন মোট চার কোটি ৪৩ লাখ ২৫ হাজার ১৩৬ জন। মারা গেছেন পাঁচ লাখ ২৭ হাজার ২৫৩ জন।

তৃতীয় স্থানে আছে ফ্রান্স। আক্রান্তের সংখ্যা তিন কোটি ৪৩ লাখ ১৯ হাজার ৯২২ জন। মারা গেছেন এক লাখ ৫৩ হাজার ৫০১ জন।