আলোকিত স্বদেশ ডেস্কঃ বুধবার (২৯ জুন) ভোরে সাভারে যাত্রীর ছদ্মবেশে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মজিবুর রহমান বিষয়টা নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই ঘটনা ঘটে। আটক তিন জন হচ্ছে– মানিকগঞ্জের আব্দুল আজিজের ছেলে ফিরোজ ইসলাম বিজয় (৩০), হাবিবুর শেখের ছেলে হৃদয় (২৫) এবং নাটোরের আব্দুল লতিফের ছেলে মাহমুদ খলিল (৪০)।
পুলিশ থেকে পাওয়া তথ্যে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকার গাবতলী থেকে ‘সিংড়া এলিগেন্স’ নামে একটি যাত্রীবাহী বাস নাটোরের উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এসে পৌঁছালে যাত্রীর ছদ্মবেশে সেখান থেকে সাত ডাকাত গাড়িতে ওঠে। বাসটি কালিয়াকৈর এলাকা পার হওয়ার পরেই ডাকাত দলের সদস্যরা চালককে ছুরিকাঘাত করে বাসটি নিয়ন্ত্রণে নেয়। পরে বাসের হেলপারসহ বেশ কয়েকজন যাত্রীকে পিটিয়ে যাত্রীদের কাছে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়। ডাকাতরা বাসটি টাঙ্গাইল থেকে ঘুরিয়ে সাভারের সি অ্যান্ডবি এলাকায় নিয়ে এসে থামায়। সে সময় বাসের ভেতরে থেকে কয়েকজন যাত্রীকে আহত অবস্থায় নামতে দেখে সাভার থানার টহল পুলিশ। পরে পুলিশ ডাকাত দলের দুই সদস্যকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।থানার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,ডাকাতির বিষয়টি টের পেয়ে বাস থেকে ডাকাত দলের দুই জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়াও আশুলিয়া থানা পুলিশ বাসের এক চেকারকে সন্দেহজনকভাবে আটক করেছে।