আজিজুর রহমান শায়েল, হবিগঞ্জ প্রতিনিধি –
হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার তেলমাছড়া ও সাতছড়ি বনবিটে ৩টি নার্সারিতে ২ লাখ ২৮ হাজার চারা উৎপাদন করা হয়েছে। এর মধ্যে একটি নার্সারিতে ৩০ হাজার বিরল প্রজাতির চারা ও দুটি নার্সারিতে ১লাখ ৯৮হাজার দেশীয় প্রজাতির চারা রয়েছে।
বিরল প্রজাতির মাঝে আছে, উরিআম, কামদেব, তেলসুর, বাশপাতা, পিংজাম, বৈলাম, ডেউয়া, রক্তন, ফিফটি, নারিকেলি, মহুয়া , কাজুবাদাম, কুম্বিসহ আরো অনেক প্রজাতির গাছ। দেশীয় প্রজাতির মাঝে আছে আমলকি, হরিতকি, বহেরা, চাপালিশ, জাম, ছাতিয়ান, কাঠবাদাম, শিমুল, মান্দার, পেয়ারা, পলাশ, বট, ডুমুর ও কদম ইত্যাদি।
বন্যপ্রাণীর আবাসস্থল ও পশু খাদ্য উৎপাদন ও বনাঞ্চল বৃদ্ধির লক্ষে ” টেকসই বন ও জীবিকা ( সুফল) প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেয়া হয়েছে।
সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, ২০-২১অর্থ বছরে তেলমাছড়া বন বিটে ৪৫ হাজার ও সাতছড়ী বন বিটে ৪৫ হাজার মোট ৯০ হাজার চার উৎপাদন করা হয়। ইতিমধ্যে তেলমাছড়া বন বিটে ২৫ হেক্টর ও সাতছড়ী বন বিটে ২৫ হেক্টর মোট ৫০হেক্টর জমিতে ৭৫ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে।
২১-২২ অর্থ বছরে দুটি বন বিটে ৬০ হেক্টর করে মোট ১২০হেক্টর জমিতে ১লক্ষ ৯৫ হাজার চারা রোপণ করার পরিকল্পনা আছে। সেই লক্ষ্যে ২ লাখ ২৮ হাজার চারা উৎপাদন করা হয়েছে। তিনি আরও বলেন, সঠিক পরিকল্পনার ফলে বর্তমানে বন্যপ্রাণীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বন্যপ্রাণীরা যাতে আবাসস্থল ও খাদ্য সমস্যায় না ভোগে আমরা সেই পরিকল্পনা নিয়ে কাজ করছি।