জাটকা রক্ষায় ২ মাস নদীতে ড্রেজিং নিষিদ্ধ, চলবে না স্পিডবোট

চাঁদপুর প্রতিনিধি:

জাটকা রক্ষা করে ইলিশ মাছের উৎপাদন বাড়াতে চাঁদপুরের পদ্মা-মেঘনায় মার্চ-এপ্রিল এই দুই মাস ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইলিশ গবেষকসহ সংশ্লিষ্টদের পরামর্শে বুধবার (২৩ ফেব্রুয়ারি) চাঁদপুরে জাটকা নিধন প্রতিরোধে জেলা টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সময় নদীতে স্পিডবোট চলাচল বন্ধ, জাটকা রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা চালানোসহ বিভিন্ন সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. মো. হারুনর রশিদ বলেন, ‘আমাদের গবেষণার ফলাফল অনুযায়ী দেখা গেছে, গত বছর চাঁদপুর নদী অঞ্চলে ইলিশের বিচরণ কম ছিল। এটির প্রধানতম কারণ হলো- নদীতে যত্রতত্র অপরিকল্পিত এবং অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলনের কাজে ব্যবহৃত শত শত ড্রেজারের কারণে পানি ঘোলা হচ্ছে এবং ইলিশের খাদ্য তৈরি হচ্ছে না। কারণ, সূর্যের আলো পানিতে পড়লে ইলিশের খাদ্যকণা তৈরি হয়। খাবার কমে যাওয়া এবং বিচরণে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে এই অঞ্চলে ইলিশ আসছে না।’