চট্টগ্রামের পলোগ্রাউন্ড সমাবেশ মঞ্চে তারেক রহমান

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি মহাসমাবেশের মঞ্চে পৌঁছেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা ১৪ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে তিনি সমাবেশের মূল মঞ্চে ওঠেন।

সমাবেশে চট্টগ্রাম মহানগর ও জেলার বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল ও মহিলা দলের নেতাকর্মীরা সকাল থেকেই অংশ নিতে শুরু করেন।

মহাসমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ড ও উপজেলা ছাড়াও কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা থেকে ব্যানার-ফেস্টুন হাতে ও রঙিন পোশাকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পলোগ্রাউন্ড মাঠে জনসমাগম বাড়তে থাকে এবং একপর্যায়ে মাঠটি পূর্ণ হয়ে যায়।

এ সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের বিএনপির প্রার্থীরাও উপস্থিত রয়েছেন।

এর আগে সকালে নগরীর র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক আয়োজনে তরুণদের সঙ্গে আলোচনায় অংশ নেন তারেক রহমান। এতে চট্টগ্রাম ও আশপাশের ৫০টি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৩৪০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

-এমইউএম