নারায়ণগঞ্জের ৪৫১ ভোটকেন্দ্রে থাকবে বডি ওন ক্যামেরা: পুলিশ সুপার

নারায়ণগঞ্জ জেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৭৯৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫১টি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য বডি অন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব ক্যামেরা ব্যবহারে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, নির্বাচনের সময় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে বডি অন ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি কোনো প্রার্থী বা তার সমর্থক নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সকাল ৮টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সব স্তরের পুলিশ সদস্য অংশ নেন। সকাল ১০টায় পুলিশ লাইনসের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন ইউনিটের ইনচার্জরা ফোর্সের সামষ্টিক সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

দুপুর ১২টায় অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ডিসেম্বর ২০২৫ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন।

সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—

শ্রেষ্ঠ এসআই: রূপগঞ্জ থানার এসআই জয়নাল আবেদীন

শ্রেষ্ঠ এএসআই: আড়াইহাজার থানার এএসআই নিজাম উদ্দিন

শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী: সিদ্ধিরগঞ্জ থানার এসআই জাকিরুল ইসলাম

শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী: বন্দর থানার এসআই মো. মনির হোসাইন

ক্লুলেস মামলা ডিটেকশনে শ্রেষ্ঠ: ফতুল্লা মডেল থানার এসআই ইয়াসিন আরাফাত

শ্রেষ্ঠ চোরাচালান উদ্ধারকারী: সিদ্ধিরগঞ্জ থানার এসআই ওয়াসিম আকরাম

এছাড়া বিশেষ কৃতিত্বের জন্য আড়াইহাজার থানার এএসআই মামুনুর রশিদ এবং শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার হিসেবে ট্রাফিক শাখার সার্জেন্ট মো. সাইফুল ইসলামকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিটের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম বাদল,নারায়ণগঞ্জ