কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

In this May 20, 2020, photo, provided by UNICEF, Mohammed Rakib, 15, who was accused of beating a man and sent to an overcrowded detention center, cries while hugging his father after being released in Tongi, on the outskirts of Dhaka, Bangladesh. Authorities in Bangladesh have been releasing hundreds of children suspected of committing mostly petty crimes as they try to keep the coronavirus from spreading in overcrowded detention centers, officials said Friday. The orders for their release on bail came from virtual courts set up by the country's Supreme Court with the help of UNICEF, officials said. "It feels great to be freed and get united with my parents," Rakib told The Associated Press on Friday. "I am very happy. I have suffered in the jail a lot. That's a bad place." (UNICEF via AP)

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া :

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় দুজন এবং উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৫২ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৭ জন এবং ৩৫ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

এদিকে প্রতিদিনের মতো মঙ্গলবার জেলায় করোনা শনাক্ত ও পরিস্থিতির খবর জেলা প্রশাসকের কার্যালয় ও সিভিল সার্জন অফিস থেকে জানানো হয়নি।