আলোকিত স্বদেশ টাংগাইল প্রতিনিধি:
টাংগাইল এস পি অফিস ও কোর্ট প্রাঙ্গণের কাছাকাছি থেকে রাশেদুল ইসলাম ফকির নামে এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ( ২৪ সেপ্টেম্বর) মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাংগাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের চাচা বাদী হয়ে শুক্রবার রাতে টাংগাইল মডেল থানায় মামলা দায়ের করেছেন।
মরদেহ উদ্ধার কালে পাশ থেকে একটি রক্তমাখা হাতুড়ি পাওয়া যায়। কোন ছিনতাইকারী চক্রের হাতে রাশেদুল খুন হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাশেদুল ইসলাম ফকির সিরাজগঞ্জের মিস্ত্রিগাতি এলাকার রওশন আলী ফকিরের ছেলে।
টাংগাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মীর মোশারফ হোসেন জানান- আদালত এলাকার আমতলা থেকে রিকশা চালক রাশেদুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহর পাশ থেকে একটি রক্তমাখা হাতুড়ি ও একটি ব্যাটারি চালিত অটো রিকশা উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রাতের কোন এক সময় ছিনতাইকারী চক্র রাশেদুলকে হাতুড়ি দিয়ে মাথায় ও মুখে আঘাত করে হত্যা করেছে। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে শুক্রবার রাতে টাংগাইল মডেল থানায় মামলা দায়ের করেছেন।