ধামরাইয়ে বিক্রি হচ্ছে নিষিদ্ধ কারেন্ট জাল

ধামরাই প্রতিনিধি:

ধামরাইয়ের বিভিন্ন হাটে প্রকাশ্যে বিক্রি হচ্ছে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল।

ধামরাইয়ের উপর দিয়ে বয়ে চলেছে বংশী নদী সহ বেশ কিছু নদী, নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী খাল বিল ও ফসলি জমি গুলোতে বন্যার পানি আসতে শুরু করেছে, পানি বৃদ্ধির সুযোগে এক শ্রেণীর অসাধু মৎস ব্যবসায়ী কারেন্ট জাল ও চায়না জাল পেতে বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা মা মাছ নিধন করছেন।

এতে হাড়িয়ে যাচ্ছে দেশীয় মাছের বংশবিস্তার। এভাবে ডিমওয়ালা মাছ কারেন্ট জাল ও চায়না জাল দিয়ে নিধন করলে দেশীয় মাছ শূন্য হতে পারে নদী-নালা খাল বিল।

মৎস্য ব্যবসায়ী এ মাছ ধরার সুযোগ কাজে লাগিয়ে অসাধু কারেন্ট জাল ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কালামপুর বাজার, ধানতারা বাজার, গুমগ্রাম বাজার হাট সহ একাধিক হাট বাজারে এ কারেন্ট জাল বিক্রি করছেন ব্যবসায়ীরা।

কারেন্ট জাল ব্যবসায়ী সোলইমান জানান, বন্যার মৌসুমে তারা ঢাকা চক বাজার থেকে প্রতি পাউন্ড কারেন্ট জাল ২৫০-৩০০ দরে কিনে আনে, এর পর তা ৬০ হাত আবার এর চেয়ে বড় করে তৈরি করে বিক্রয় করে, ৬০ হাত কারেন্ট জাল ৩৫০ -৪০০ টাকা বিক্রয় করে তারা।

এ অবস্থায় দেশীয় মাছ রক্ষায় প্রসাশনিক কর্মকর্তাদের হস্তক্ষেভ কামনা করছেন করছেন উপজেলার সচেতন মহল।