যশোর প্রতিনিধি:
যশোরে সমাজসেবা অধিদপ্তর ২ কোটি ১৬ লাখ টাকার চিকিৎসা অনুদান বিতরণ করেছে । এতে উপকৃত হয়েছেন চারশ’ ৩২ জন। আবেদনের তালিকায় আছেন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত আরও ছয়শ’ জন। তাদের কল্যাণে অনুদান দেয়ার জোর চেষ্টা চলমান বলে অবহিত করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইজড ও থ্যালাসেমিয়ায় আক্রান্তদের সহযোগিতা করছে দীর্ঘদিন ধরে। যা আগে ঢাকা কেন্দ্রিক ছিল। তখন সমাজসেবা অধিদপ্তরে আবেদন করতে হতো সহায়তা পাওয়ার জন্যে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হতো। এ কারণে অনেক মানুষ ইচ্ছা থাকা স্বত্ত্বেও ঢাকায় গিয়ে আবেদন করতে পারতেন না।
নানান জটিলতাপূর্ণ অবস্থা বিবেচনা করে বর্তমান সরকার প্রথমবারের মতো সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে চিকিৎসা সহায়তা কার্যক্রম জেলা পর্যায়ে শুরু করলেন ।
জেলা সমাজসেবা কার্যালয় বরাবর অনলাইনে আবেদন করে চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র জমা দিলে ; জেলা প্রশাসকের নেতৃত্বে নির্ধারিত কমিটি তা যাচাই করে অনুমোদন দিয়ে, এরপর তাদেরকে দেয়া হচ্ছে অনুদানের চেক।
উল্লিখিত রোগীরা একেকজন এককালীন ৫০ হাজার টাকা অনুদান পাচ্ছেন।
বুধবার যশোর জেলা প্রসাশন কার্যালয়ের সভাকক্ষে তালিকাভুক্তদের হাতে তুলে দেয়া হয় অনুদানের চেক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব তমিজুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায়
বলেন , সরকার সাধারণ মানুষকে নানাভাবে সহযোগিতা করছেন। এমনকি মধ্যস্বত্ত্বভোগীরা যাতে সরকারি অনুদানের অর্থ লোপাট করতে না পারে, এজন্যে সরাসরি উপকারভোগীদের ব্যাংকের মাধ্যমে অনুদানের প্রদান করছেন। তিনি সরকার প্রধানের প্রতি কৃতজ্ঞতা জানান।
যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসীত কুমার সাহা, তাঁর বক্তব্যে জানান , গত অর্থবছরে চিকিৎসা সহায়তা দিতে দুই কোটি ১৬ লাখ টাকা বরাদ্দ পেয়েছিলেন। ওই টাকা চারশ’ ৩২ জনের মধ্যে বিতরণ করা হয়েছে।
চেক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। স্বাগত বক্তৃতা করেন সমাজসেবার উপপরিচালক অসীত কুমার সাহা। উপস্হিত ছিলেন সহকারী পরিচালক সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা সোহরাব হোসেন ও অফিস সহকারী অলিয়ার রহমান।