টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। দুর্ঘটনায় কমপক্ষে আরো ৩০ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে টাংগাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) ভোরে ভুয়াপুর- টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের কালিহাতি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম ছায়েদ আলি খান (৬০) । তিনি নওগাঁ জেলার পোরশা উপজেলার কোচপুর গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে।
ভুয়াপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম জানান, খবর পেয়ে ভুয়াপুর, এলেঙ্গা ও কালিহাতি ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। বাসে থাকা যাত্রীদের মধ্যে একজনের মরদেহ এবং অন্তত ৩০ জনকে আহত উদ্ধার করা হয়েছে।