নবীন উদ্যোক্তা মোঃ আল আমিন খানের অনুপ্রেরণার গল্প

চাঁদপুর জেলার ফরক্কাবাদ ইউনিয়নের গুলিশা গ্রামের বাসিন্দা মোঃ আল আমিন খান নবীন উদ্যোক্তা হিসেবে জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। অনলাইন ও অফলাইন মাধ্যমে টানা তিন বছর ধরে তিনি খেজুরের রস, খেজুরের গুড়, মধু, হানিনাটসহ বিভিন্ন খাদ্যপণ্য খুদে ব্যবসায়ী ও ডিলারদের কাছ থেকে সংগ্রহ করে মানসম্মতভাবে গ্রাহকের কাছে সরবরাহ করে আসছেন।

ব্যবসায় গুণগত মান বজায় রাখা ও গ্রাহক সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার ফলে অল্প সময়েই তিনি মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। বন্ধুবর মোঃ আল আমিন খান জানান, গত মাসে তার ব্যবসায় সর্বোচ্চ আয় হয়েছে, যার আনুমানিক পরিমাণ এক লক্ষ একশত পাঁচ টাকা। তিনি বলেন, “ব্যবসা শুরুর পর থেকে এক মাসে এত আয় এই প্রথম।”

তিনি আরও বলেন, “তরুণদের প্রতি আমার আহ্বান পরনির্ভরশীলতা পরিহার করে উদ্যোক্তা, খুদে ব্যবসায়ী বা ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গড়ে তুলুন। চেষ্টা ও অধ্যবসায় থাকলে সফলতা অর্জন করা সম্ভব।”
তার এই সাফল্য স্থানীয় তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

চাঁদপুর প্রতিনিধি