বোয়ালমারীতে স্কুল ছাত্রকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ কিশোর গ্যাংদের বিরুদ্ধে

আলোকিত রিপোর্ট:

ফরিদপুরের বোয়ালমারীতে জর্জএকাডেমির এক নবম শ্রেণির শিক্ষার্থীকে মেরে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কিশোরের বাবা বাদী হয়ে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর ১২টায় নাইমুল ইসলাম নির্জন (১৪) নামের ওই ছাত্রকে ৮-১০ জনের একটি কিশোর গ্যাং

তাকে রড ও লাঠি দিয়ে মারধর করে পশু হসপিটাল ও জর্জএকাডেমীর ফাঁকা গোলিতে নিয়ে ১লাখ টাকা ও একটি এ্যান্ড্রয়েট মোবাইল ফোন ছিনতাই করে। এসময় সে ওই কিশোর গ্যাং সদস্যদের চিনতে পারে, তারা হলো, সাবেক পৌর কাউন্সিলর ফরিদ শেখের ছেলে রাহুল (১৬),  কাজী সেলিমের ছেলে খোয়াইব (১৫), মোঃ ইব্রাহিম (১৫), ইমন (১৫), শিবপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইয়াছিন (১৫), কামারগ্রামের সঞ্জয় (১৫), কাজী আল আমিন,মোঃ নোমান। ভুক্তভোগী ওই কিশোর পৌরসভার শিবপুর হসপিটাল রোডস্থ বাসিন্দা ডাঃ মোঃ নুরুল ইসলামের ছেলে। এ বিষয়ে ভুক্তভোগীর বাবা বলেন, আমি ১ লাখ টাকার একটি চেক আমার ছোট ভাই মনিরকে দিয়ে উত্তোলন করায়। সে টাকা আমার ছেলের কাছে দিলে ওই টাকা নিয়ে আসার পথে ওঁৎ পেতে থাকা ওই কিশোর গ্যাং আমার ছেলের কাছ থেকে মারধর করে ছিনিয়ে নেয়। সে এখন গুরুতর আহত অবস্থায় বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

অফিসার ইনচার্জ নুরুল আলম বলেন, বুধবার রাতে ভুক্তভোগীর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি খতিয়ে দেখার পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।