মাধবদী প্রতিনিধি:
নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়ন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিনত হয়েছে। পেছনে পরে থাকা এক সময়ের এই গ্রাম এখন শহরের রুপ নিয়েছে। এর পেছনের কারিগর হচ্ছেন একজন জনপ্রতিনিধি।
মেহেরপাড়া ইউনিয়নের উন্নয়নের রুপকার মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান।
সরেজমিনে হেরপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে, চেয়ারম্যান মাহবুবুল হাসান দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে গ্রামের রাস্তা ঘাটে উন্নয়ন হয়েছে। সামান্য বৃষ্টি হলেই যে কাঁচা মাটির রাস্তায় কাঁদা ও পানি জমে থাকতো তা এখন পাকা সড়ক। এছাড়া গ্রামের ছোট রাস্তা গুলোও আর সিসি ঢালাই রাস্তায় রুপান্তরিত হয়েছে। ফলে গ্রামের স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাচলে দূভোর্গ কমেছে।
সরেজমিনে গ্রাম ঘুরে আরও দেখা যায়, ঘুটঘুটে অন্ধকারে যেখানে রাস্তায় চলতে গেলে মানুষের টর্চ লাইটের প্রয়োজন হতো । সেখানে মেহেরপাড়া ইউনিয়নের চিত্র ভিন্ন। এই ইউনিয়নের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সোলার লাইট স্থাপন করা হয়েছে যা অন্ধকারেও আলো ঝলমলে শহরের মতো দেখায়। এছাড়াও করোনা মহামারীর শুরু থেকে মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হতদরিদ্র অসহায় দিনমজুর মানুষের মাঝে নিয়মিত খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছেন।
মেহেরপাড়া ইউনিয়নের ব্যবসায়ী ইয়ামিন মাহমুদ বলেন, চেয়ারম্যান মাহবুবুল হাসানের উন্নয়ন মূলক কর্মকাণ্ডে মেহেরপাড়া ইউনিয়ন আজ গ্রাম থেকে শহরে রুপান্তরিত হয়েছে। এছাড়া এই ইউনিয়নে মাদক,জুয়া, ইভটিজিং একেবারেই বন্ধ হয়েছে ।
মেহেরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেক আলোকিত স্বদেশকে বলেন, বর্তমান চেয়ারম্যান উদ্যোগে নানামূখী উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে সঠিক ব্যক্তিদের বয়স্ক ভাতা, ভিজিডি কার্ডের সুসম বন্টনের কাজগুলো খুব যত্ন সহকারে করা হয়। আমরা তার কাজে খুশি।
এ বিষয়ে চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান আলোকিত স্বদেশকে বলেন, আমি সাধারণ মানুষের সেবক। মেহেরপাড়া ইউনিয়নের উন্নয়ন করাই আমার ঈমানি দায়িত্ব।
তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। দূর্নীতি, মাদক ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশ আজ সোনার বাংলায় পরিনত হয়েছে। অসাধারণ মানুষের সমর্থন নিয়ে এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে চাই।