ধামরাইয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলেক্ষে মিলাদ ও আলোচনা সভা

মো. সাইফুল ইসলাম ,ধামরাই (ঢাকা) থেকে:

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও আলোচনা সভার আয়োজন করে ধামরাই উপজেলা আওয়ামীলীগ।

শুক্রবার ঢাকার ধামরাইয়ে দিনভর কুরআনখানি (কোরআন তেলাওয়াত ),মিলাদ ও দোয়া মাহফিল,আলোচনাসভা ও কাঙালীভোঁজের আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক পীরজাদা সৈয়দ বেনজীর আহমদ মুকুলের সার্বিক ব্যবস্থাপনায় কুশুরা ইউনিয়নের টুপেরবাড়ী প্রয়াত পীর সৈয়দ আবুল মিয়ার দরবারে এ কর্মসূচীর আয়োজন করা হয়। এ কর্মসূচীতে জনতার ঢল নামে। এতে সভাপতিত্ব  করেন কুশুরা নবযুগ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. জসীম উদ্দিন।

পীরজাদা সৈয়দ বেনজীর আহমদ মুকুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জম্ম না হলে এই দেশের জম্ম হত না। পচাঁত্তরের ১৫ আগষ্টের এক রাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ীতে নৃশংসীয়ভাবে হত্যা করা হয়েছিল  জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারকে। এরপর তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা উদ্দেশ্য ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলাসহ ১৯বার চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু বাংলার রোপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহর রহমতে বেঁচে গেছেন। সর্বশেষ গ্রেনেড হামলা চালিয়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে মারার চেষ্টাও তাদের বিফল হয়েছে। তবে গ্রেনেড হামলা চালিয়ে কত নেতাকর্মীর প্রাণ সেদিন ঝড়ে গেছে ।

এসময় উপস্থিত ছিলেন- কুশুরা ইউনিয়নের টুপেরবাড়ী প্রয়াত পীর সৈয়দ আবুল মিয়ার দরবারের গদিনিশি পীরজাদা সৈয়দ মুমিনুল ইসলাম ও প্রয়াত পীর সৈয়দ শাহজাহানের দরবারের গদিনিশি পীরজাদা দৈয়দ জানে আলম । আলতাফ হোসেন লাবু, সিনিয়র সহকারী শিক্ষক হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয়, মো. জাহাঙ্গীর আলম,  সম্পাদক ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন-মো. মোশারফ, যুগ্ন সাধারণ সম্পাদক কুশুরা ইউনিয়ন আওয়ামীলীগ, রেজাউল করিম রেজা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কুশুরা ইউনিয়ন আওয়ামীলীগ, মো. জাহিদ হোসেন ,যুগ্ন আহব্বায়ক কুশুরা ইউনিয়ন যুবলীগ, মো. শুকুর আলী কুশুরা ইউনিয়ন যুবলীগ, মো. মনির হোসেন সাবেক সভাপতি কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, মো. রবিন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ, হাসান আজাদ রেমন, ধামরাই উপজেলা ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী।