‘প্রীতিলতা’ সিনেমা দিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরছেন আলোচিত অভিনেত্রী পরীমনি। দীর্ঘদিন বন্ধ থাকার পর তার অভিনীত এই সিনেমার শুটিং নতুন করে শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে চট্টগ্রামে বাকি অংশের চিত্রায়ণের মধ্য দিয়েই শেষ হবে সিনেমাটির শুটিং।
সিনেমাটির নির্মাতা রাশিদ পলাশ জানান, পরীমনির সঙ্গে সম্প্রতি একটি বৈঠকের মাধ্যমে শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। নতুন বছরের শুরুতেই সব জটিলতা কাটিয়ে আবার কাজে ফিরছেন অভিনেত্রী—এমনই ইঙ্গিত মিলেছে নির্মাতার বক্তব্যে।
২০২০ সালে উপমহাদেশের নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারকে কেন্দ্র করে একসঙ্গে দুটি সিনেমার শুটিং শুরু হয়। একটি হলো প্রদীপ ঘোষ পরিচালিত ‘বীরকন্যা প্রীতিলতা’, যেখানে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা। অপরটি রাশিদ পলাশ পরিচালিত ‘প্রীতিলতা’, যেখানে নাম ভূমিকায় অভিনয় করছেন পরীমনি। দুটি সিনেমাই ঐতিহাসিক এই চরিত্রকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার পরিকল্পনা নিয়ে নির্মিত হচ্ছে।
‘প্রীতিলতা’ সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে রাশিদ পলাশ বলেন, অনেক দিন ধরেই বাকি অংশের কাজ শেষ করার পরিকল্পনা চলছিল। সব প্রস্তুতি সম্পন্ন হলে রোজার ঈদের পর, আগামী এপ্রিল মাসে শুটিং শুরু করার লক্ষ্য রয়েছে। তার ভাষায়, সিনেমাটির শুটিং শুরু হয়েছিল ২০২০ সালের শেষ দিকে এবং তখন প্রায় ৩০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল।
ঢাকার অংশের শুটিং শেষ হলেও চট্টগ্রামের অংশ বাকি ছিল। পরবর্তীতে পরীমনির মাতৃত্বকালীন বিরতি এবং অন্যান্য জটিলতার কারণে কাজ বন্ধ হয়ে যায়। ফলে সিনেমাটির অগ্রগতি থেমে যায় দীর্ঘ সময়ের জন্য।
উল্লেখ্য, ২০২১ সালে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশিত হলে প্রীতিলতার বেশে পরীমনির উপস্থিতি দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। ঐতিহাসিক চরিত্রে তার ভিন্ন রূপ নিয়ে তখনই আলোচনা শুরু হয়। এবার সেই অসম্পূর্ণ কাজ শেষ করতে দৃঢ়প্রতিজ্ঞ নির্মাতা ও সংশ্লিষ্ট টিম।
নির্মাতা জানান, শুটিং শেষ করার পর দ্রুত সম্পাদনা ও পোস্ট-প্রোডাকশনের কাজ শুরু করা হবে। সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই দর্শকের সামনে আসবে ‘প্রীতিলতা’।
বিথী রানী মণ্ডল/










