গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এনবিআর জানায়, নাম পরিবর্তন হলেও আগের আইভাস সিস্টেমের সকল কার্যক্রম এখন ই-ভ্যাট সিস্টেমের নামে পরিচালিত হবে। অর্থাৎ অনলাইনভিত্তিক ই-ভ্যাট সিস্টেমের মাধ্যমে ভ্যাট সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করা যাবে। এর মধ্যে রয়েছে-ভ্যাট নিবন্ধন কার্যক্রম, অনলাইনে মূসক রিটার্ন দাখিল, এ চালান ও ই-পেমেন্টের মাধ্যমে লেনদেন, রাজস্ব আদায়ের জন্য ভ্যাট সংক্রান্ত উপকরণ উৎপাদ সহগ মূসক-৪.৩ ফরমে দাখিল এবং পিকেআই সফটওয়্যার ভিত্তিক অ্যাপসের মাধ্যমে রিয়েল-টাইম ভ্যাট আদায় কার্যক্রম।
এনবিআর আরো জানায়, অনলাইনভিত্তিক ভ্যাট ব্যবস্থাপনা আরো সহজ, কার্যকর ও ব্যবহারবান্ধব করতে ই-ভ্যাট সিস্টেমের উন্নয়ন ও আধুনিকায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। ভবিষ্যতে এই সিস্টেমের মাধ্যমে ভ্যাট প্রশাসন আরো স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর হবে।
মামুন/