রাজধানীর শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে ব্লকেড কর্মসূচি পালন করছে জাতীয় ছাত্র শক্তি। শরিফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচি আজ দুপুরে অনুষ্ঠিত হচ্ছে।
জাতীয় ছাত্র শক্তির নেতা আবু বাকের মজুমদার বলেন, আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন পালন করছি। আমাদের কর্মসূচি জনদূর্ভোগ সৃষ্টির জন্য নয়, এটি জনমত ও ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে। আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ নেবে।
উল্লেখ্য, জুলাই মাসে বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনার পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।
ম/ম










