দিনাজপুরের বীরগঞ্জে গভীর রাতে ঘরে ঢুকে দানিউল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সাতোর ইউনিয়নের আরাজি চৌপুকুরিয়া গ্রামের (জিন্দাপীর মেলা সংলগ্ন এলাকা) নিজ শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দানিউল ওই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দানিউল ইসলাম তার স্ত্রী পপি ও ছেলে সামিলকে নিয়ে দিনাজপুর শহরে থাকতেন। তিনি মাঝে মাঝে গ্রামের বাড়িতে এসে দু-একদিন থাকতেন। গত শুক্রবার তিনি গ্রামের বাড়িতে আসেন। শনিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে কাজের লোক রফিকুল ইসলাম বাড়িতে এসে শয়নকক্ষের বিছানায় দানিউলের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার দেন।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।









