আল-আমিন মুন্সী,
নরসিংদী জেলা প্রতিনিধি:
নরসিংদীতে রুনা বেগম (৪৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তাঁর প্রাক্তন স্বামী। হত্যাকান্ডের এ ঘটনার চার ঘন্টার মধ্যে অভিযুক্ত স্বামী রওশন মিয়া (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়া এলাকায় এই হত্যার ঘটনা ঘটে। নিহত রুনা বেগম (৪৫) নরসিংদী পৌর এলাকার দত্তপাড়া গ্রামের আব্দুল করিমের মেয়ে । তিনি হাজীপুর এলাকার রওশন মিয়ার (৫০) সাবেক স্ত্রী ছিলেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কলহের জেরে দুই বছর আগে স্বামী রওশন মিয়াকে তালাক দেন রুনা বেগম। এরপর থেকে নরসিংদী বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন তিন সন্তানের মা রুনা । শনিবার সন্ধ্যায় রওশন মিয়া ফুসলিয়ে রুনাকে তাঁর হাজীপুরের নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। পরে সেখানেই দেশীয় অস্ত্র দিয়ে রুনাকে কুপিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যান রওশন। সেখান থেকে স্থানীয়রা রুনাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রবিবার দুপুর ১ টার দিকে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ সম্মেলনে জানান, হত্যাকান্ডের পর নিহতের ছোট ভাই সাহাউদ্দিন (৩৫) নরসিংদী সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার তদন্তকারী অফিসার (এসআই) আজিজুল ইসলামসহ পুলিশের একদল চৌকস টিম অভিযান চালিয়ে হত্যাকান্ডের চার ঘন্টার মধ্যে হাজীপুর বেঙ্গল নদীঘাট দিয়ে নৌকা যোগে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করে। তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্ত রওশন মিয়াকে হত্যা মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এসময় নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।