ভোট দিলেন সাকিব আল হাসান। মাগুরা-১ আসনের আওয়ামী লীগের এই প্রার্থী দরিমাগুরা স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক এর আগেও সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। তবে এবার নিজে প্রার্থী হয়ে ভোট দিলেন।
সাকিব ভোট দিতে সকাল সকাল কেন্দ্রে হাজির হন। পরে ভোটারদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং মিডিয়ার সঙ্গে কথা বলেন। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলোর উদ্দেশে যান।
মাগুরা-১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।
এই আসনে মোট ভোটার ৪০০,৪৮৫ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ২০০,৮৬২ ও নারী ভোটারের সংখ্যা ১৯৯,৬২১। এই আসনে মোট কেন্দ্র ১৫২টি।