ভোটের আগে শেষ নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে শহরের ইসদাইর একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন তিনি।
দলের সভাপতির আগমন ও জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ। এরই মধ্যে জনসভাস্থলে মঞ্চ তৈরি করা হয়েছে। সাজানো হয়েছে চেয়ার।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে রাস্তার দুপাশ তোরণ, বিলবোর্ড ও ব্যানার–ফেস্টুনে সাজানো হয়েছে। তুলে ধরা হয়েছে উন্নয়নের নানা চিত্র। পুরো জেলার নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এসএসএফের পাশাপাশি তৎপর আছে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীও।
স্থানীয়রা বলছেন, প্রধানমন্ত্রীর হাত ধরে নারায়ণগঞ্জে যে উন্নয়ন হয়েছে, তা দৃশ্যমান। তবে নতুন বছরেও প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জবাসীর জন্য নতুন বার্তা দেবেন সেই প্রত্যাশা করছেন তারা।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামীকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত প্রার্থীরা নির্বাচনী প্রচার চালাতে পারবেন। আর ভোট হবে আগামী ৭ জানুয়ারি।