স্প্যানিশ লা লিগায় এই মৌসুমের চমক জিরোনাকে গোল ব্যবধানে পেছনে ফেলে শীর্ষে থেকেই ২০২৩ সাল শেষ করেছিল রিয়াল মাদ্রিদ। নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচেও পেল জয়। মায়োর্কার বিপক্ষে ১-০ গোলের জয়ে একমাত্র গোলটি করেছেন অ্যান্টোনিও রুডিগার।
সান্তিয়াগো বার্নাব্যুতে বেশ কষ্টেই জয় এল মায়োর্কার বিপক্ষে। পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলতে নেমে রিয়ালের কড়া পরীক্ষ নেয় দলটি। ১৪তম মিনিটে জুডে বেলিংহ্যামের ডাইভিং হেড ঠেকিয়ে দেন মায়োর্কার গোলরক্ষক প্রেদ্রাগ রাইকোভিচ। ২০ মিনিটের মাথায় সুযোগ হারান দীর্ঘদিন পর মাঠে ফেরা ভিনিসিয়ুস জুনিয়রও।
৩৭তম মিনিটে এই ভিনিসিয়ুসেরই চমৎকার একটি শট ফিরিয়ে দেন মায়োর্কার গোলরক্ষক। গোলশূন্য অবস্থায়ই প্রথমার্ধ শেষ করে দুই দল।
৬৯ মিনিটে আবারও অল্পের জন্য গোলের সুযোগ নষ্ট করে রিয়াল। তবে অপেক্ষার অবসান ঘটে ৭৮তম মিনিটে। লুকা মদ্রিচের দুর্দান্ত এক কর্নারে লাফিয়ে হেড দিয়ে রিয়ালকে এগিয়ে নেন জার্মান ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগার। বাকি সময়ে আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত এই ফলাফল নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
এই জয়ের পর ১৯ ম্যাচে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে লা লিগায় সবার ওপরে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে জিরোনা। সমান ৩৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চারে অ্যাতলেতিকো মাদ্রিদ ও বার্সেলোনা। ১৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে আছে মায়োর্কা।