শিক্ষা ডেস্কঃ বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
আবশ্যিক ও পদসংশ্লিষ্ট সব বিষয়ের লিখিত পরীক্ষার এই সিলেবাস পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে (https://bpsc.gov.bd)।
সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষায় আবশ্যিক বিষয়ের মোট নম্বর ৯০০। এর মধ্যে বাংলা প্রথম পত্র (১০০), বাংলা দ্বিতীয় পত্র (১০০), ইংরেজি (২০০), বাংলাদেশ বিষয়াবলি (২০০), আন্তর্জাতিক বিষয়াবলি (১০০), গাণিতিক যুক্তি (৫০), মানসিক দক্ষতা (৫০), সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি ১০০ নম্বর।
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হবে চলতি বছরের ২৭ নভেম্বর থেকে। এই বিসিএসের আবশ্যিক ও পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।
৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে এক হাজার ২২ জন।
এই বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন।
৪৫তম বিসিএসের প্রিলিমিনারি অনুষ্ঠিত হয়েছে গত ১৯ মে ২০২৩। এই ধাপে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৫ শতাংশের কম। বিগত ৫টি বিসিএসের মধ্যে এই বিসিএসেই সবচেয়ে কম প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।