ডেস্ক নিউজঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৪৮ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তির পাশাপাশি দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠনোর আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রোববার বিকালে রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে সরকারকে এই সময়সীমা বেঁধে দেন তিনি। খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ-এ কথা বলেই নেতাকর্মীদের সামনে কেঁদে ফেলেন বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, এত অসুস্থ যে এখন চিকিৎসকরা বলেছেন, বাংলাদেশে তার চিকিৎসা সম্ভব নয়। অবিলম্বে বিদেশে যদি তার উন্নত চিকিৎসা করা না হয়, তাহলে তাকে বাঁচানো দুষ্কর হয়ে যাবে। শনিবারও হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, আপনাদের যদি কিছু করার থাকে তাহলে করেন, দেশনেত্রীর শারীরিক অবস্থা ভালো নয়। ৪৮ ঘণ্টার মধ্যে মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে। অন্যথায় তার কিছু হলে সব দায়দায়িত্ব সরকারকে নিতে হবে।
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে তাকে চিকিৎসার জন্য বিদেশে উন্নত হাসপাতালে প্রেরণ করুন। এ ক্ষেত্রে যদি কোনো ক্ষতি হয় তাতে নেত্রীর ক্ষতি হবে না, তার পরিবারের ক্ষতি হবে না, বাংলাদেশের বড় ক্ষতি হবে। শুধু বাংলাদেশ নয়, এই এশিয়া উপমহাদেশে যে কজন নেতানেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, তাদের কয়েকজনের মধ্যে আমাদের নেত্রী আছেন। কয়েকদিন আগে বিএনপি অফিসে জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স এসে বললেন, ‘তার স্বাস্থ্য নিয়ে তারা খুব উদ্বিগ্ন। আমরা তাকে অন্যভাবে দেখি।’ এই হচ্ছে পাশ্চাত্যের ধারণা।
বিদেশে যেতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হবে-আইনমন্ত্রী আনিসুল হকের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এসব ছলচাতুরি করে কোনো লাভ নেই। পরিবার থেকে চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠিতে তার মুক্তির কথা বলা হয়েছিল। একই সঙ্গে তাকে চিকিৎসার জন্য বাইরে যাওয়ার কথা বলা হয়েছিল। আপনারা এখন বেমালুম চেপে গিয়ে মিথ্যা কথা বলছেন। আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। গণতন্ত্রের মাতাকে মুক্তি দিয়ে এখন প্রমাণ করেন যে, আপনারা গণতন্ত্রের কিছুটা হলে বিশ্বাস করেন।
৭৮ বছর বয়সি খালেদা জিয়া লিভার সিরোসিস, ফুসফুস, হৃদরোগে ভুগছেন। ৯ আগস্ট অসুস্থ অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১৯ সদস্যের একটি মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন।
শনিবার এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব। এ প্রসঙ্গে তিনি বলেন, যে নেত্রী অত্যন্ত শক্ত মনের জোর নিয়ে সব প্রতিকূলতা কাটিয়ে ওঠেন, যিনি ৫ বছর বন্দি থাকা অবস্থায় কোনোদিনও তার চোখে আমরা পানি দেখিনি; শনিবার তাকে অত্যন্ত অসুস্থ দেখেছি। আমার প্রথমবারের মতো মনে হয়েছে, সত্যি আমাদের ম্যাডাম, আমাদের মাতা অনেক অনেক বেশি অসুস্থ। এ সময় নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন-‘খালেদা জিয়ার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে।’
শুধু যুক্তরাষ্ট্র নয়, দেশের জনগণও সরকারকে স্যাংশন দিচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, অবিলম্বে পদত্যাগ করুন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন।