স্পোর্টস ডেস্কঃ কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে সব স্বপ্নপূরণ করলেও লিওনেল মেসির এমন একটি ইচ্ছা রয়েছে, যা এখনো সামনে আসেনি। এখনো তিনি একজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ক্রীড়াবিষয়ক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সে কথাই জানালেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির জীবনে ফুটবলের জায়গা দখল করেছে পরিবার। সন্তানদের মুখ দেখার পর থেকেই অগ্রাধিকারের জায়গাটি পালটে ফেলেন বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন তারকা।
মেসি-রোকুজ্জো দম্পতির কোলজুড়ে বড় সন্তান থিয়াগো এসেছে ২০১২ সালে। তিন বছর পর জন্ম নেয় মাতেও এবং এর তিন বছর পর তাদের ঘর আলো করে আসে তৃতীয় ছেলে চিরো। এই দম্পতি যে দীর্ঘদিন ধরে মনে মনে কন্যাসন্তান কামনা করছেন, তা মেসি নিজের মুখেই বললেন।
বৃহস্পতিবার আর্জেন্টাইনভিত্তিক ওলগা নামক ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, আমরা আরও একটি সন্তান নিতে চাই। দেখি এবার মেয়ে হয় কিনা। আন্তোনেলা একজন ভালো মা। আমি তার প্রতি মুগ্ধ। সে ২৪ ঘণ্টা সন্তানদের সঙ্গে থাকে। ভ্রমণ, খেলা, প্রাক-মৌসুম, জাতীয় দলের কারণে আমাদের বেশিরভাগ সময় দূরে থাকতে হয়।