ইব্রাহীম ইশান, নিজস্ব প্রতিবেদকঃ
শুরু হয়েছে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অষ্টম ডিআরএমসি জাতীয় ভাষা উৎসব। তিন দিনব্যাপী এ উৎসবটির উদ্বোধন করা হয় সোমবার (২০ মার্চ) ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. সাইফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ, এনডিসি, পিএসসি ও আইডিপি এডুকেশন লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর রাজিব মাহবুবুল ।
এ অনুষ্ঠানে বাংলা অলিম্পিয়াড, ইংরেজি অলিম্পিয়াড, উপস্থিত বাংলা বক্তৃতা, উপস্থিত ইংরেজি বক্তৃতা, বই ভিত্তিক কুইজ, স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রসহ ৩৬টি প্রতিযোগিতায় ১৬০টি খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চার সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
আগামী ২২ মার্চ ২০২৩ বুধবার এ আয়োজনের সমাপনী অনুষ্ঠান। এদিন প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।