যাদব চন্দ্র রায়,বিভাগীয় ব্যুরো চীফ, রংপুর : ৩০ জানুয়ারী সোমবার পিকেএসএফ এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) কর্তৃক বাস্তবায়নকৃত রেইজ প্রকল্পের মাধ্যমে ৬ মাস মেয়াদী পরিবারভুক্ত তরুণদের এপ্রিনটিসিপ কার্যক্রমে দায়িত্বরত মাস্টারক্রাফট পারসন (ওস্তাদ) দের ২ দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ওরিয়েন্টেশনে ২৩ জন মাস্টারক্রাফট পারসন (ওস্তাদ) অংশগ্রহন করেছেন।
প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন এমপিএসকে’র উপ-নির্বাহী পরিচালক মোঃ খালেদ মোর্শারফ। দিক নিদের্শনামূলক শুভেচ্ছা বক্তব্য রাখেন এমবিএসকে’র ক্রেডিট কো-অর্ডিনেটর মোঃ আশরাফুল আলম। প্রশিক্ষণে সেশন গ্রহন করেন রেইজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী হিরা লাল বিশ্বাস। আরোও উপস্থিত ছিলেন রেইজ প্রকল্পের একাউন্টস অফিসার মোঃ মোফাশে^র হোসেন। উক্ত প্রশিক্ষণে মাস্টারক্রাফট পারসন (ওস্তাদ) দের প্রথম দিনে ব্যবসা পরিচিতি, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, প্রকল্পের নীতিমালা, ওস্তাদদের দায়িত্ব ও কর্তব্য ইত্যাদি প্রশিক্ষণ দেওয়া হয়। ২য় দিনে এমবিএসকে’র ক্রেডিট কো-অর্ডিনেটর মোঃ আশরাফুল আলম ওস্তাদদের বিভিন্ন ট্রেডে দক্ষতা মানসম্পর্কে ধারণা প্রদান, প্রশিক্ষণ পূর্ববর্তী এবং প্রশিক্ষণ পরবর্তী মূল্যায়ন সম্পর্কে ধারণা প্রদান, কাউন্সিলিং কৌশন সম্পর্কে ধারণা প্রদানসহ বিভিন্ন বিষয় প্রশিক্ষণে ধারণা দেওয়া হয়। এমবিএসকে’র ক্রেডিট কো-অর্ডিনেটর মোঃ আশরাফুল আলম ২য় দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের ধন্যবাদ জানান।