বর্তমানে প্রবৃদ্ধি ও উন্নয়নে শক্তিশালী হয়ে উঠেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শক্তিশালী রেকর্ড এই দেখিয়েছে বাংলাদেশ। ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মাঝেও উন্নয়নের শক্তিশালী রেকর্ড করেছে দেশটি। তার এই সুনাম দেশে বিদেশে ছড়িয়ে গেছে। সংবাদমাধ্যম এশিয়ান লাইট ইন্টারন্যাশনাল তাদের এক প্রতিবেদনে এই তথ্য সামনে নেয়ে এসেছে আরও একবার।
এশিয়ান লাইট ইন্টারন্যাশনাল তাদের প্রতিবেদনে বলেন, , ‘শক্তিশালী জনসংখ্যাগত লভ্যাংশ, শক্তিশালী তৈরি পোশাক খাত , স্থিতিশীল রেমিট্যান্স এবং স্থিতিশীল সামষ্টিক-অর্থনৈতিক অবস্থা’ সব মিলিয়ে গত ২০ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে আরও বলা হয়েছে, ২০ বছরের মধ্যে বাংলাদেশ নিম্ন-আয়ের এবং স্বল্পোন্নত দেশ থেকে নিম্ন-মধ্যম-আয়ের-উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।