শুভ জন্মদিন নড়াইল এক্সপ্রেসের মাশরাফি

সিফাত আল ফাহিম, ডেস্ক নিউজ ;

দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক ও পেসার মাশরাফি বিন মর্তুজার ৪০তম জন্মদিন আজ। বলা হয়ে থাকে দেশের ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক ও পেসার তিনি। একই সাথে ক্যারিয়ার শেষ হওয়ার আগ মুহুর্তেই রাজনীতিতে নামও লিখিয়েছেন তিনি ।

বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ-সদস্য (এমপি) হিসাবে সবার আস্থাভাজন হয়ে উঠেছেন ইতোমধ্যে । ১৯৮৩ সালের ৫ অক্টোবর গোলাম মর্তুজা স্বপন ও হামিদা মর্তুজা বলাকার বড় ছেলে মাশরাফি বিন মর্তুজা নড়াইল শহরের আদালতপুরে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি । পরিবারসহ নড়াইলবাসীর কাছে ‘কৌশিক’ নামেই পরিচিত। তবে মাশরাফির জন্মদিন কখনো ঘটা করে পালন করা হয় না। মাশরাফির যখন এক বছর বয়স, তখন কেক কেটে জন্মদিন পালন করা হলেও পরবর্তীতে আর কখনো সেইভাবে পালন করা হয়নি। এখন, এতিম মানুষের মাঝে খাবার, টাকা-পয়সা দেওয়ার মধ্য দিয়ে মাশরাফির জন্মদিন পালন করা হয়।

এ নিয়ে আসিফ হাসান নামের একজন ভক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ” একবার মাশরাফি ভাইয়ের একটা ভুল ধরিয়ে দিয়ে ম্যাসেজ করছিলাম। কয়েকদিন ভেবেই তারপর ভাবলাম যে ওনার মতো মানুষের ভুল ধরা ঠিক হবে? তারপর ভাবলাম না বলে দেই,তিনি সাথে সাথে সেটা ঠিক করে নিলেন! এত বড় মানুষ তবুও আমার মতো মানুষের কথা শুনলেন। তারপর সমাধানও করলেন ” 

তিনি আরো বলেন,  ” আরেকবার একটা ওয়েলনোন পার্সনই নামটা হাইড রাখি। তার পরিবারের ঝামেলায় মাশরাফি ভাইকে বললাম,সেটাও তিনি সমাধান করেছেন। এমন ছোট ছোট কতগুলো মুহুর্ত আছে আমার সাথে,কখনও নিজের দরকারে যাইনি। তবে যেজন্যই তাকে খুজেছি আমি শতভাগ পেয়েছি… এমন কতশত মানুষ যে তার থেকে সুবিধা পেয়েছে,সেটা হোক প্লেয়ার কিংবা সাধারণ মানুষ। এখন তো পুরো নড়াইলের দায়িত্ব তার। দায়িত্বশীল মানষটাকে নিয়ে একবার সাকিব আল হাসান বলছিলো “সাকিবের বাসার সামনে গোলাগুলি হচ্ছে,সেখানে পুলিশকে আগে কল দিছে সাকিব। তারপর মাশরাফি ভাইকে,অথচ পুলিশের আগে মাশরাফি ভাই সাকিবের বাসার সামনে! খুজলে এমন হাজারো গল্পে মাশরাফিকে পাওয়া যাবে, আর এসবের জন্যই ক্যাপ্টেন আপনাকে অনেক বছর বাঁচতে হবে,সুস্থ থাকতে হবে…. শুভ জন্মদিন আমার অধিনায়ক মাশরাফি ভাই,আপনাকে জীবন চলার পথে পথে অনুসরণ করি। আপনাকে ভালোবাসি । ”

এদিকে মাশরাফি বিন মর্তুজা ও সাহেল মর্তুজার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দন জানাচ্ছেন সাবেক এ অধিনায়কের ভক্তরা।