সম্প্রতি মিয়ানমার থেকে গোলা এসে পড়া নিয়ে বাংলাদেশের সেনারা প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনার কারনে ১ জন রোহিঙ্গা শিশুর মৃত্যুও ঘটছে এবং হতাহতও হয়েছে অনেকেই। সেজন্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে চতুর্থবারের মত তলব করেছেন বাংলাদেশ সরকার।
মারা যাওয়া কিশোরের নাম মো. ইকবাল (১৫)। সে শূন্যরেখার আশ্রয়শিবিরের রোহিঙ্গা মুনির আহমদের ছেলে। আহত পাঁচ রোহিঙ্গার মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন জাহিদ আলম (৩০), নবী হোসেন (২১), মো. আনাস (১৫) ও সাহদিয়া (৪)।
রাষ্ট্রদূত উ অং কিয়াউ মো-কে রোববার সকালে ডাকা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক নাজমুল হুদা রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।
এর আগে একই ধরনের ঘটনায় ২১ অগাস্ট, ২৮ অগাস্ট ও ৪ সেপ্টেম্বর রাষ্ট্রদূতকে তিন দফা ডাকা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে।