বালিয়াডাঙ্গীতে মাদক সহ ৩ জন আটক, মাদক বিক্রির প্রায় দুই লাখ টাকা জব্দ

মোঃ আবুল হাসান,

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৯ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ১ লক্ষ ৮১ হাজার ৩’শ টাকা জব্দ করেছে পুলিশ। তবে ফেন্সিডিল বিক্রির মূল হোতা জয়নাল আবেদিন ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার কারণে ধরতে পারেনি পুলিশ।

গত শুক্রবার সন্ধ্যা ৮টায় বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মহিষমারী গ্রামের মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীনের বাড়ীতে মাদক, মাদক বিক্রির অর্থ ও ৩জনকে আটক করা হয়। পরে তাদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের খোঁচাবাড়ী তেতুলতলা গ্রামের আবুল কালামের ছেলে আবু সালেহ নাসিম(২৭), একই উপজেলার নিশ্চিন্তপুর শাহাপাড়া এলাকার মৃত সরদার আলীর ছেলে আবদুল্লাহ আল মামুন(৩৮), এবং জগন্নাথপুর ইউনিয়নের পল্লী বিদ্যুত সমিতির এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে আসাদুজ্জামান ওরফে আসাদ(৩৯)।

বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক, মাদকদ্রব্য এবং অর্থ উদ্ধার করে। পরে জয়নাল আবেদিন সহ ৪ জনকে আসামী করে বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আব্দুস সোবহান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।