আলোকিত স্বদেশ ডেস্কঃএই কিছুদিন আগেই বড় পর্দায় অভিষেক ঘটেছে জনপ্রিয় টিভি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার। গত ১৭ জুন প্রথমবারের মতো প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার সিনেমা। বড় পর্দায় অভিষেকের দিনেই দুই বাংলায় আলাদা দুটি সিনেমা মুক্তি পায় তার। বাংলাদেশে ‘অমানুষ’, আর কলকাতায় ‘আয় খুকু আয়’। দুটি সিনেমার জন্য দর্শকের কাছ থেকে প্রশংসা আর ভালোবাসাও পাচ্ছেন।সেই রেশ কাটতে না কাটতেই নতুন সিনেমার খবর নিয়ে আবার্ব হাজির হলেন মিথিলা। প্রথমবারের মতো একটি শিশুতোষ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। শাহরিয়ার কবিরের লেখা ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে এটি। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি পরিচালনা করছেন লুবনা শারমিন। এতে আরও অভিনয় করছেন স্বপ্নিল, হিয়া, রাহিন, ইশরাত প্রমুখ।
আগামী ২০ জুলাই থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে । যদিও এ সময় শুটিংয়ে অংশ নিতে পারছেন না মিথিলা। কারণ এই সময়টায় অফিসের কাজে তানজানিয়া, উগান্ডা আর সিয়েরা লিওনেও থাকতে হবে তাকে। ব্র্যাক ইন্টারন্যাশনালের হেড অব আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট প্রোগ্রামার হিসেবে এসব দেশের শিশুদের স্বাভাবিক বিকাশে কাজ করবেন তিনি। ফলে দেশে ফিরে অক্টোবরে সিনেমাটির শুটিং করবেন। শিশুতোষ সিনেমাটিতে অভিনয় করতে পেরে অভিনেত্রী খুবই উচ্ছ্বসিত ও আনন্দিত। মিথিলা জানান,তার জীবনের প্রায় পুরোটা সময় কেটেছে বাচ্চাদের সঙ্গে। প্রায় এক বছর ধরে পরিচালক লুবনা শারমিনের সঙ্গে কথা হয়েছ সিনেমাটি নিয়ে। এরমধ্যেই অনুদানও পেয়েছে সিনেমাটি। সবমিলিয়ে এটা মিথিলার জন্য অনেক ভালোলাগার একটা প্রজেক্ট হতে চলেছে।