আলোকিত স্বদেশ রিপোর্ট:
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুরে বাংলাদেশ পিপলস পার্টি এবং হক গ্রুপের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ, ঔষধ এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার সিলেটের বিভিন্ন স্থানে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান মো, বাবুল সরদার চাখারী।
তিনি বলেন, বন্যায় মানুষের দুর্ভোগের শেষ নেই, আমরা আমাদের সাধ্যমত বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। গতমাসেও আমরা সিলেট এবং সুনামগঞ্জে ত্রাণ বিতরণ করেছি। এছাড়া সুনামগঞ্জের বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এছাড়া বন্যাদুর্গতদের পাশে থাকার জন্য হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হককে তিনি ধন্যবাদ জানান এবং সমাজের বিত্তবানদের বন্যাদুর্গতদের পাশে থাকার জন্য আহবান জানান।
ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন- দলটির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, মো. রফিকুল ইসলাম খান রনো, মহাসচিব মো. আব্দুল কাদের, সিলেট জেলা সভাপতি মো. আফজাল সাদিক, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সিলেট মহানগরের সভাপতি মো. আব্দুস শহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।